মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বিশ্ব আরচারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার ৮ নভেম্বর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৯-৯ ভোটের ব্যবধানে জেতেন। বাংলাদেশ আরচারির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক চপলের কাছে হেরে যান দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটর গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও থমাস হান।
ভোট গ্রহণ শুরু হয় বেলা সোয়া তিনটায়। এই প্রথম কোনো বাংলাদেশি বিশ্ব আর্চারি এশিয়ার শীর্ষ আসনে বসলেন। শেষ হয় বেলা চারটায়। তিনি দুই বছর মেয়াদী কমিটির সভাপতি হলেন। এর আগে বিশ^ আরচারির ইলেকটোরাল বোর্ডের সদস্য, বিশ^ আচারি এশিয়ার সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন চপল। এশিয়ান আরচারির এবারের আসরের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। এর পাশাপাশি শনিবার পর্দা উঠেছে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের।
চপলের হাত ধরে দুই যুগ আগে বাংলাদেশে আর্চারি খেলার যাত্রা শুরু হয়। ধীরে ধীরে বাংলাদেশের আর্চারি আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিয়েছে। তার উদ্যোগেই এবার তৃতীয়বারের মতো ঢাকায় বসেছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর। তিনি আরও বলেন, ‘এটা বাংলাদেশের বড় অর্জন। কারণ আমরা রাজনৈতিকভাবে কখনো আপস করিনি। আমাদের ফেডারেশন এখনো ননপলিটিক্যাল। আমরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। একটু আগেও যখন ভোটাভুটি চলছিল তখন আমি সেক্রেটারিকে বলছিলাম আমরা পলিটিকস ঘৃণা করি। কিন্তু আমরা কূটনৈতিক সম্পর্ক তৈরি করি। বিজয়টা আমাদের কূটনৈতিক বিজয়। আমার একটা স্বপ্ন ছিল একটা দেশকে হারাব। সেই দেশকে হারিয়েছি। অনেক বড় বড় দেশকে হারিয়েছি।
আরেকটি দেশ দরকার যারা বিশ্বের এক নম্বর। এখন তাদের নাম উচ্চারণ করব না। আপনারা বুঝে নেন। ওটা হারাতে পারলে একটা বড় অর্জন হবে। ইনশা আল্লাহ। এশিয়ার মধ্যে বাংলাদেশ সহসাই এক নম্বরে পৌঁছে যাবে।’ বাংলাদেশসহ এশিয়ার সব দেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চান জানিয়ে চপল বলেন, ‘আমি বাংলাদেশকে এমন একটা স্তরে নিয়ে যাব যেটা কেউ কল্পনা করেনি।
চপলের হাত ধরে দুই যুগ আগে বাংলাদেশে আর্চারি খেলার যাত্রা শুরু হয়। ধীরে ধীরে বাংলাদেশের আর্চারি আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিয়েছে। তার উদ্যোগেই এবার তৃতীয়বারের মতো ঢাকায় বসেছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর।
এছাড়া নির্বাচনে বাংলাদেশের আরও দুই জন নির্বাচিত হয়েছেন। এশিয়া প্যারা আর্চারির সভাপতি হয়েছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভির আহমেদ। আর আর্চার কোচ নূরে আলম এশিয়ান আর্চারির কোচেস কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। থমাস হান এশিয়ান আর্চারির বর্তমান সাধারণ সম্পাদক। এশিয়ার আর্চারির বর্তমান সভাপতি চুং এবার প্রার্থী হননি। তিনি ঢাকায় অনুষ্ঠিত কংগ্রেসেও আসেননি। তার অনুপস্থিতিতে চপল কংগ্রেসের সভাপতিত্ব করেন। ভোট হয়েছে অনলাইনে। -ওকে