সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

এবার শাকিব খানের নায়িকা তানজিন তিশা!

শাকিব খান ও তানজিল তিশা

বিনোদন ডেস্ক:: চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে অনেকে নায়িকা খ্যাতি কুড়িয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী তানজিন তিশা। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সবকিছু মৌখিকভাবে চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

চলচ্চিত্রটির নাম এখনো নির্ধারিত হয়নি। এটি পরিচালনা করবেন বিজ্ঞাপন ও টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতা সাকিব ফাহাদ।

জানা গেছে, সিনেমাটির অধিকাংশ শুটিং বাংলাদেশ ও থাইল্যান্ড হবে।

একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে, সিনেমাটিতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি সরাসরি সেনা কর্মকর্তার ভূমিকায় থাকছেন না। তাকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের জন্য একের পর এক লোমহর্ষক অপারেশন সম্পন্ন করেন।

গল্পে বাস্তব ঘটনার অনুপ্রেরণা থাকলেও এতে যোগ হয়েছে কাহিনির নাটকীয়তা ও শিহরণ জাগানো অ্যাকশন। পাশাপাশি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, দায়িত্ব পালনকালে এক এজেন্টের মানসিক টানাপড়েন এবং ব্যক্তিগত জীবনের দ্বন্দ্বও ফুটে উঠবে পর্দায়।

শাকিব খানকে নিয়ে এটি হতে যাচ্ছে সাকিব ফাহাদের প্রথম চলচ্চিত্র। পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে শুটিং শুরু হয়ে চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে সিনেমাটি। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহেও একযোগে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com