বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইল সদর উপজেলার শড়াতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ, ঋণ পরিশোধ না করা এবং স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে আকবার ফকির (৬০) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা করেছে প্রতিবেশী বাবু সর্দার (৫৯)। গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযুক্ত বাবুকে লোহাগড়া-নড়াইল সড়কের পাশ থেকে গ্রেফতার করে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপার মো. রবিউল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, বাবু সর্দার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছে।
পুলিশ জানায়, ঘটনার দিন বাবু কৌশলে আকবারকে কোমল পানীয়ের সঙ্গে অ্যালার্জির ওষুধ মিশিয়ে পান করায়। অচেতন হওয়ার পর তাকে গামছা দিয়ে বেঁধে প্রথমে গলা কেটে, পরে পুরুষাঙ্গ কেটে পাশের ডোবায় ফেলে দেয়।
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আকবার ফকির আর ফেরেননি। পরদিন সকালে আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের বাঁশবাগান থেকে গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ছেলে জিনার ফকির শবিবার(২৭ সেপ্টেম্বর) অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করলে ডিবি পুলিশ দ্রুত হত্যার রহস্য উদঘাটন করে।