শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আলমগীর হাসান ওরফে লিটন (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ার পাড় এলাকার নবাব আলীর পুত্র।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমান, এএসআই সোহাগ পারভেজ, আরিফুল ইসলাম, কং হারুন অর রশীদ অভিযান চালিয়ে পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ার পাড় এলাকার নিজ বাড়ী থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আলমগীর হাসান ওরফে লিটনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।