বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

উলিপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে মানববন্ধন

উলিপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে মানববন্ধন

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে(ফেসবুকে) মাসুদ রানা বাবু কর্তৃক ভূয়া, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার এবং সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেল ৫ টায় উপজেলা বিএনপি অফিসের সামনে উলিপুর-রাজারহাট সড়কে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপি’র আহবায়ক নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ জুন মাসুদ রানা বাবু তার ফেসবুক আইডি থেকে উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালিয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাসুদ রানা বাবুকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বক্তারা আরো বলেন, বিগত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হন বিএনপি নেতা আব্দুর রশিদ সরকার। তাকে মিথ্যা মামলা দিয়ে জেল-হাজতে পাঠায় পুলিশ। সে-সময় ওই বিএনপি নেতার মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেসবুকে একটি ভূয়া পোষ্ট করেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন। সেই পোষ্টের স্ক্রিন শর্ট নিয়ে আবারো মাসুদ রানা বাবু তার ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালায়। একটি কু-চক্রী মহল ও ফেসবুকে কিছু ফেক(ভুয়া) আইডি ব্যবহার করে উলিপুর বিএনপি’র নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারনা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে তাদের খুঁজে বের করে প্রশাসনকে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান বক্তারা।

এ বিষয়ে মাসুদ রানা বাবু’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্দুর রশিদ সরকার(বিএনপি নেতা) তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে পোষ্ট করা একটি লেখা স্ক্রিন শর্ট দেই। পরে আমার ফেসবুক আইডিতে তা পোষ্ট করি। আমি তার বিরুদ্ধে কোন অপপ্রচার করিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com