বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

উলিপুরে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

উলিপুরে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:: “আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে” এই শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর উচ্চ বিদ্যালয় মাঠে ধরনীবাড়ী যুব সংগঠনের আয়োজনে চাইল্ড, নট ব্রাইড(সিএনবি) প্রকল্পের আওতায় ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর শিউলী খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, সদস্য আব্দুস সামাদ, শাহজাহান আলী, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সভাপতি এনামুল হক, চাইল্ড, নট ব্রাইড(সিএনবি) প্রকল্পের টেকনিক্যাল (লিড) অফিসার আব্দুল মোমেন হোসেন, এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা, থানার এসআই খালেকুল বাদশাহ, এএসআই আকতারুজ্জামান প্রমুখ।

সভায় বাল্যবিবাহকে না বলে বাল্যবিবাহ বন্ধে সকলেই প্রতিশ্রুতি দিয়ে উপস্থিত গণসাক্ষর প্রদান করেন। এছাড়াও বাল্যবিবাহের কুফল ও আইনগত অপরাধের বিষয়টি আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com