শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা নাজমুল হক (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নাজমুল হক উপজেলার থেতরাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ও কিশোরপুর গ্রামের রবিউল আউয়ালের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা নাজমুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।