বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

উলিপুরে দু’পক্ষের সংঘর্ষে যুবকের পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ

উলিপুরে দু'পক্ষের সংঘর্ষে যুবকের পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে মজনু মিয়া (৪৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে।

বুধবার (১১ জুন) বিকেলে দলদলিয়া ইউনিয়নের বড় সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের বড় সরদারপাড়া গ্রামের নাপিত পাড়া এলাকায় অভির উদ্দিনের ছেলে মজনু মিয়া ও মোহাম্মদ আলীর ছেলে সিরাজুল ইসলামের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ঘটনার দিন বুধবার বিকেলে দু’পক্ষের সংঘর্ষে সিরাজুল ইসলাম ও তার ভাই এনামুল হক দেশীয় অস্ত্র(শাবল) দিয়ে মজনু মিয়ার পুরুষাঙ্গে আঘাত করলে এক তৃতীয়াংশ কেটে যায়। এতে গুরুত্বর আহত হয়ে মজনু মিয়া কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অপরদিকে সিরাজুল ও এনামুল আহত হয়ে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান দু’পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com