মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে জোরপূর্বক জমি দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের আঘাতে শাহাদত হোসেন(৬৬) ও ঝর্ণা বেগম(৪৫) আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায়।
অভিযোগ সুত্রে জানা গেছে, সাদুয়া দামারহাট এলাকার আব্দুল জলিল সরদারের পুত্র শাহাদত হোসেন প্রায় ৪০ বছর আগে জমি ক্রয় করে দলিল মূলে ভোগদখল করে আসছিল। কিন্তু একই এলাকার আফছার আলীর পুত্র খায়রুজ্জামান দিপু (৩৭)গংরা উক্ত জমি তাদের দাবী করে জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছিলো। এ সংক্রান্তে জমিজমা পিটিশন নং-৬০২/২৪ (উলিঃ) আদালতে চলমান আছে। এরই জের ধরে গত ২০ ফেব্রুয়ারি সকালে খায়রুজ্জামান দিপু গংরা লাঠি সোঠা, দা-কুড়াল, ছোড়া সহ দেশীয় অস্ত্রশস্ত্রে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক টিনের বেড়া দেয়। এসময় শাহাদত হোসেন বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ খায়রুজ্জামান দিপু গংরা এলোপাতারিভাবে মারপিট করে শাহাদতের শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফুলা জখম করেন। তার আত্মচিৎকারে চাচাতো ভাইয়ের স্ত্রী মোছাঃ ঝর্ণা বেগম(৪৫) এগিয়ে আসলে তাকেও এলোপাতারিভাবে মারপিট করে আহত করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় শাহাদত হোসেন ও ঝর্ণা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। অভিযুক্ত খায়রুজ্জামান দিপু গংরার বিরোধপূর্ণ জমির পাশে থাকা জমিতে দুইটি গাছ কেটে ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এবিষয়ে শনিবার (২২ ফেব্রুয়ারি) উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।