রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

উলিপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

উলিপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা (৬১)কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল চারটার দিকে পৌর শহরের আল স্বাদ হোটেলের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানায়, গত বছরের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় আহসান হাবীব রানাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আহসান হাবীব রানা কুড়িগ্রাম জেলা আওয়ামলীগের সদস্য ও উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বলে জানা গেছে। তিনি থেতরাই ইউনিয়নের কিশোরপুর এলাকার আব্দুল মজিদ প্রামানিকের ছেলে। আহসান হাবীব রানা এ নিয়ে দ্বিতীয় বার গ্রেপ্তার হলেন। গত ২৭ অক্টোবর প্রথমবার তাকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করা হয়েছিল। পরে তিনি জামিনে বেড়িয়ে আসেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com