শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

উপদেষ্টা পরিষদে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন ড. খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: উপদেষ্টা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের উচ্চ পর্যায়েও বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এসব পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সরকারের নির্ভরযোগ্য সূত্র।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলেও আলোচনা রয়েছে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলাপ-আলোচনা চলছে।

সূত্রের দাবি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংগঠনটির দাবির মুখেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আসন্ন নির্বাচন পরিস্থিতি সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com