মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীনের দাবীতে হরিজনদের আবাসনের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
সোমবার জেলা প্রশাসনের সভাকক্ষে এক মতবিনিময় সভায় চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের দাবীতে প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন মুখ্য সচিব।
এর আগে রবিবার দুপুরে চিলমারী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চিলমারী শাখার আয়োজনে ৩০জন ভূমিহীন জনগোষ্ঠী পরিবারের জন্য আবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন বলেন, বিভিন্ন পত্র পত্রিকায় হরিজনদের আবাসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার খবর দেখে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা পরিষদের মিটিংয়ে আমি বিষয়টি তুলে ধরি। সাথে সাথে মুখ্য সচিব মহদোয় আবাসনের ঘর করে দেয়ার আশ্বাস দিয়েছেন। আমি আশা করছি খুব দ্রুত এটি বাস্তবায়ন হবে।