মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

ইসরাইলি হামলায় গাজায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

ইসরাইলি হামলায় গাজায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও চার শতাধিক মানুষ।

শনিবার (২৮ জুন) দুপুর পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে হামাস পরিচালিত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজা শহরের একটি স্টেডিয়ামের কাছে চালানো এক হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় আল-শিফা হাসপাতালের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা। স্টেডিয়ামটি ছিল বাস্তুচ্যুত মানুষের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

বিবিসি যাচাইকৃত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, মানুষ খালি হাতে ও কোদাল দিয়ে বালুর নিচে চাপা পড়া লাশ খোঁজার চেষ্টা করছেন।

আহমেদ কিশাউই নামের এক স্থানীয় ফিলিস্তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এই এলাকাটি তাঁবুতে ভর্তি ছিল। এখন সব তাঁবু বালুর নিচে। আমরা ঘণ্টার পর ঘণ্টা খালি হাতে খুঁড়েছি। গাজার দক্ষিণাঞ্চলীয় আল-মাওয়াসি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট এবং একটি তাঁবুতে চালানো পৃথক হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১৪ জন।

অ্যাপাসোসিয়েটেড প্রেসকে পরিবার সূত্রে জানানো হয়, নিহতদের মধ্যে একটি পরিবারের তিনটি শিশু এবং তাদের বাবা-মা ছিলেন, যাঁরা ঘুমন্ত অবস্থায় বোমা হামলায় নিহত হন।
শনিবার বিকালে গাজার তুফফাহ মহল্লার জাফা স্কুলের কাছে এক বিমান হামলায় আরও কয়েকজনের প্রাণহানি হয়েছে। এই স্কুলটিতে শত শত বাস্তুচ্যুত গাজাবাসী আশ্রয় নিয়েছিলেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই হামলায় পাঁচ শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক ধ্বংসের কারণে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা হতাহতদের কাছে পৌঁছাতে পারছে না। ধ্বংসস্তূপ ও বন্ধ রাস্তার নিচে এখনো অনেক মানুষ চাপা পড়ে আছেন।

গাজায় চলমান এই মানবিক বিপর্যয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়লেও, ইসরাইলি হামলার কোনো বিরতি দেখা যাচ্ছে না। হতাহতের সংখ্যা প্রতিদিনই ভয়াবহভাবে বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com