বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
আইন শৃংখলা রক্ষায় অবদান রাখায় ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী ইবনে সিনা এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন তাকে এ এ্যাডওয়ার্ড প্রদান করেন।
সম্প্রতি ঢাকা শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে সারাদেশ থেকে ১০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ওই অনুষ্ঠানে ওসি ইউনুচ আলীকে আইন শৃংখলা রক্ষায় অবদান রাখায় সম্মাননা হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করে শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আ,ক,ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।