শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:: আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিতব্য নির্বাচনে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগ দলীয় তিন প্রার্থীসহ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৫জন। আওয়ামী লীগ দলীয় ৩ প্রার্থী ছাড়াও ওই তিন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আ’লীগ, বিএনপি ও ওয়াকার্স পাটির স্থানীয় আরো ১২ জন। সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৩০ জন ও সাধারণ সদস্য পদে ৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা হচ্ছেন, বাউসা ইউনিয়নে- সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক, আড়ানি ইউনিয়নে- সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি ও রফিকুল ইসলাম রফিক, চকরাজাপুর ইউনিয়নে-ইউনিয়ন আ’লীগের সভাপতি ডিএম মনোয়ার বাবুল।
আড়ানি ইউনিয়নে আ’লীগ দলীয় প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ২৭জন। বাউসা ইউনিয়নে আ’লীগ দলীয় প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩৭জন। চকরাজাপুর ইউনিয়নে আ’লীগ দলীয় প্রার্থীসহ চেযারম্যান পদে ৫জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ২৭জন। সমর্থিত নেতা-কর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন এসব প্রার্থীরা।
নির্বাচন অফিসার মোহাঃ মুজিবুল আলম জানান, মনোনয়নপত্র যাচাই বাছাই ২৯ নভেম্বর, আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর, প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। তিনি বলেন,৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে উপজেলার পরিষদ গঠিত। এর মধ্যে মেয়াদ উত্তীর্ণ ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)।