বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সা’ মিশন পূরণ

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সা’ মিশন পূরণ

স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলের ‘হেক্সা’ বা ছয় শিরোপা পূরণের জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অবশেষে হেক্সার দেখা পেল দলটি। ফুটসাল বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়ে ফিফা ফুটসালে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়নের মুকুট জিতলো লাতিন আমেরিকার দলটি।

রোববার (৬ অক্টোবর) রাতে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় জমে উঠেছিল ফাইনাল। কানায় কানায় পূর্ণ চ্ছিল ১২ হাজা দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি। তাতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ৫ মিনিট ৪৭ সেকেন্ডের মাথায় দলকে এগিয়ে নেন ফেরাও।

এরপর খেলার অতি নিজেদের দিকে টেনে নেন ব্রাজিলের খেলোয়াড়রা। ফল আসে ১২ মিনিট ৩৪ সেকেন্ডের মাথায়। দারুণ এক গোলে ব্যবধান ২-০ করেন রাফা সান্তোস। দ্বিতীয়ার্ধের ৩৮ মিনিটে আর্জেন্টিনার রোহা একটি গোল পরিশোধ করেন। ততক্ষণে অবশ্য জয়টা ব্রাজিলের ভাগ্যে লেখা হয়ে গেছে।

ফাইনালের আগে কাল একই ভেন্যুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও হয়েছে। সেই ম্যাচে ফ্রান্সকে ৭-১ গোলে বিধ্বস্ত করে তৃতীয় হয়েছে স্বাগতিক উজবেকিস্তান।

শুধু দলীয় সাফল্যই নয়, টুর্নামেন্টে ব্যক্তিগত সাফল্যেই ব্রাজিলিয়ানরাও এগিয়ে। আসরের সেরা গোলকিপার হয়েছেন ব্রাজিলের উইলিয়ান। সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন উইঙ্গার মার্সেল। আর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল উঠেছে দিয়েগোর হাতে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com