শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

আমরা দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের ওপর যে দায়িত্ব এসেছে, আমরা সঠিকভাবে সে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে ইসির বৈঠকে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, আমরা একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আপনারা দেশের অবস্থা জানেন। দেশকে ভালো পর্যায়ে রেখে যাওয়া আমাদের দায়িত্ব। জাতির ক্রান্তিলগ্নে ইসির ওপর যে দায়িত্ব এসেছে সেটি ভালোভাবে সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন।

কর্মকর্তাদের উদ্দেশ্য করে সিইসি বলেন, আপনারা ভালো না থাকলে, ভালো কাজ না করলে- আমার ঘুম হারাম হয়ে যায়। আমার অথরিটি ততক্ষণই কাজ করবে, যতক্ষণ আপনারা কাজ করবেন। আপনারা কাজ না করলে, অথরিটি কাজ করবে না। পুরো সিস্টেমই কাজ করবে না। সিস্টেম ঠিক রাখার দায়িত্ব আপনাদের। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সবাই মিলে পালন করতে হবে। তিনি সবাইকে সঠিকভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা প্রমাণ করতে চাই আমরাও সঠিক, সুষ্ঠু নির্বাচন করতে পারি। আর এটা আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। আইনের শাসন নিশ্চিত হলে, সেটা সম্ভব। আইনের প্রয়োগ সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। আইন, বিধি বিধানের আলোকে কাজ করলে, ইসি আপনাদের পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com