মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
বাবর আজম। ছবি: সংগৃহীত স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন। ভারতের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়িয়ে এখন তিনি হয়ে গেলেন টি–টোয়েন্টি ইতিহাসে সর্বাধিক ৫০–এর বেশি রানের ইনিংস খেলা ক্রিকেটার।
শনিবার (১ নভেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৪৭ বলে ৬৮ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে বাবর এই মাইলফলক স্পর্শ করেন। নয়টি চার দিয়ে সাজানো তার এই ইনিংসেই তিনি নতুন রেকর্ডের মালিক হন। পাকিস্তান ৪ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে।
এই অর্ধশতকে বাবরের টি–টোয়েন্টিতে ৫০ বা তার বেশি রানের ইনিংসের সংখ্যা দাঁড়ায় ৪০–এ। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতের বিরাট কোহলি (১১৭ ইনিংসে ৩৯টি) এবং তৃতীয় স্থানে রোহিত শর্মা (১৫১ ইনিংসে ৩৭টি)।
এ পর্যন্ত বাবর আজম ১৩১টি টি–টোয়েন্টি ম্যাচে ১২৪ ইনিংসে ৪,৩০২ রান করেছেন, গড় ৩৯.৮৩ এবং স্ট্রাইক রেট ১২৮.৯৯। তার নামের পাশে আছে ৩টি শতক ও ৩৭টি অর্ধশতক; সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১২২ রান।
অন্যদিকে, বিরাট কোহলি ১২৫টি ম্যাচে ৪,১৮৮ রান করেছেন, গড় ৪৮.৬৯ ও স্ট্রাইক রেট ১৩৭.০৪। তার শতক ১টি, অর্ধশতক ৩৮টি এবং সর্বোচ্চ ইনিংস ১২২* রান। তিনি এই ফরম্যাটে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
রোহিত শর্মা খেলেছেন ১৫৯টি ম্যাচে, করেছেন ৪,২৩১ রান গড়ে ৩২.০৫ ও স্ট্রাইক রেট ১৪০+। পাঁচটি শতক ও ৩৭টি অর্ধশতকসহ তার সর্বোচ্চ ইনিংস ১২১* রান। তিনিই টি–টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক।
এর আগেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩১ বছর বয়সী বাবর আজম রোহিত শর্মাকে ছাড়িয়ে টি–টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড নিজের করে নেন। ওই ম্যাচে তিনি মাত্র ৯ রান প্রয়োজন ছিল রোহিতের ৪,২৩১ রানের রেকর্ড ছাড়িয়ে যেতে। ১২৩তম ইনিংসে অপরাজিত ১১ রান করে বাবর পৌঁছে যান নতুন উচ্চতায়।