মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
মামুন হত্যাকাণ্ডে গ্রেফতার দুই আসামি। নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, আন্ডারওয়ার্ল্ডের অভ্যন্তরীণ দ্বন্দে ‘শীর্ষ সন্ত্রাসী’ তারেক সাঈদ মামুনকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এক সময় শীর্ষ সন্ত্রাসী ইমন-মামুন গ্রুপে কাজ করা রনির পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দুই লাখ টাকা চুক্তিতে এই হত্যাকাণ্ডে অংশ নেয় ’কুত্তা’ ফারুক ও রবিন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট, নরসিংদী ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামুনের ওপর গুলি চালানো ফারুক ও রবিনসহ ঘটনার সঙ্গে জড়িত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
এর আগে সোমবার পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাঈদ মামুনকে হত্যা করা হয়।
স্বজনরা জানান, পুরোনো একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে রাজধানীর আফতাবনগরের বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা মামুনকে গুলি করে হত্যা করে। দুই বছর আগেও রাজধানীর তেজগাঁও এলাকায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।