শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

আজ সন্ধ্যায় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা করা হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া রেকর্ডেড ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল প্রকাশ করবেন।

বুধবার বিকালেই নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার। তফসিল ঘোষণাকে সামনে রেখে আগারগাঁও নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, আজ ৩০০ আসনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কবে হবে-সে তারিখও সিইসির ভাষণের মাধ্যমেই জানা যাবে। যদিও নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

তফসিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনাররা। দেড় ঘণ্টার বৈঠকে রাষ্ট্রপতিকে ভোটার তালিকার হালনাগাদ অগ্রগতি, রাজনৈতিক দল নিবন্ধন, ব্যালট পেপারের রং-নকশা, মক ভোটিংয়ে ভোট দেওয়ার সময়, গণনার পদ্ধতি এবং ‘আউট অব কান্ট্রি ভোটিং’ ও ইন-কান্ট্রি পোস্টাল ভোটের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের প্রস্তুতিকে সন্তোষজনক বলে মন্তব্য করেন।

এবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটিকেও যৌক্তিক বলে মত দেন রাষ্ট্রপতি।

ইসি সচিব জানান, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে প্রতিটি কক্ষে দুইটি করে গোপন কক্ষ বা স্টাম্পিং সেন্টার রাখা হবে, ফলে বাজেট সামান্য বাড়তে পারে।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ ও তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২৩৪ জন।

বাগেরহাটের চারটি আসন থেকে তিনটিতে কমানোর বিষয়ে ইসির জারি করা গেজেটকে বুধবার ‘অবৈধ’ ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মনে করেন, এই রায় তফসিলে বড় প্রভাব ফেলবে না।

ইসি সচিব বলেন, আদালতের চূড়ান্ত আদেশ হাতে পেলেই প্রয়োজনীয় সংশোধন নিয়ম অনুযায়ী করা হবে।

আজকের তফসিলে যা জানা যাবে

তফসিলে উল্লেখ থাকবে-

১। মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন
২। বাছাইয়ের তারিখ
৩। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়
৪। ভোটের দিন

গণভোটের ক্ষেত্রে শুধুমাত্র ভোটের তারিখ ঘোষণা করা হবে।

সন্ধ্যা ৬টায় সিইসির ভাষণের পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক সূচনা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com