শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও থেকে:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনকে পিছিয়ে দেয়া মানে আমাদের সর্বনাশ হওয়া। আজকে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেয়ার। নির্বাচনকে পিছিয়ে দেয়ার।
আজ সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড এই সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকার এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে- এটাই আমাদের চাওয়া। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দিবেন না। হিন্দু-মুসলমান ভাগ হতে দিবেন না। আমরা হিন্দু-মুসলমান এখানে ভাই-ভাই, একসাথে আছি। সারাজীবন একসাথে চলেছি। এটাকে যেন কেউ দু’ভাগ করতে না পারে।
নিজের বয়স হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বুড়ো হয়ে গেছি। সব কথা সব সময় বলতে পারি না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে। এই দেশটা আমাদের, এই মাটি আমাদের, মানুষগুলো আমাদের। এই মানুষগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সম্মৃদ্ধির পথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধাদের নিয়ে ভেবেছেন। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছেন। যার ফলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা আজ ভাতা পাচ্ছেন। আমরা মুক্তিযোদ্ধাদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েছি, আগামীতেও চেষ্টা করব।
ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহব্বায়ক নূর করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খাঁ, সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মনসুর আলী সরকার, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।