বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠকে বসবে: ট্রাম্প

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠকে বসবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ ওই বৈঠকের মাধ্যমে পুনরায় শুরু হবে বলেও জানান তিনি।

বুধবার ন্যাটো সম্মেলনে নেদারল্যান্ডসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই কথা বলেন।

ট্রাম্প বলেন, আমি আপনাদের বলছি, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব। একটা চুক্তিও হতে পারে। ইরানের সঙ্গে আবার আলোচনা শুরুর ব্যাপারে তিনি খুব একটা আগ্রহী নন। কারণ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমার দৃষ্টিতে তারা (ইরান-ইসরায়েল) যুদ্ধ করেছিল, আর এখন যুদ্ধ শেষ।

১২ দিনের যুদ্ধ শেষে ইসরায়েল ও ইরান ক্লান্ত বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল ও ইরান দুপক্ষই ‘ক্লান্ত’ হয়ে পড়েছে। তবে তাদের মধ্যে সংঘাত আবারও শুরু হতে পারে।

তিনি আরও বলেন, আমি দু’পক্ষের সঙ্গেই কথা বলেছি। ওরা দুই পক্ষই ক্লান্ত, শ্রান্ত… কিন্তু এটা কি আবার শুরু হতে পারে? হয়তো একদিন হতে পারে। এমনকি খুব শিগগিরও শুরু হতে পারে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com