মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

আগামীকাল হাইভোল্টেজ ম্যাচ বাংলাদেশ-ভারত

আগামীকাল হাইভোল্টেজ ম্যাচ বাংলাদেশ-ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হবে আগামীকাল ১৮ নভেম্বর মঙ্গলবার রাত ৮টায়। ম্যাচের ফল টুর্নামেন্টের কোন কাজেই আসবে না হয়তো। তবে নি: সন্দেহে ফাইনালের উত্তাপ ছড়াবে ম্যাচটি। দুই দেশের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা, সম্মান আর ২২ বছরের জয়খরার বোঝা- সব মিলিয়ে ম্যাচের আগে থেকেই পরিবেশ টগবগে। তাইতো সোমবার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়ার কথা, ‘এই লড়াই কেবল আরেকটা ম্যাচ নয়, এটি আবেগ আর উচ্চ-চাপের এক মহারণ। এটি একটি খুব আবেগের ম্যাচ, হাই-ভোল্টেজ ম্যাচ হবে।’ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

তবে বাংলাদেশ ও ভারত ম্যাচটি লড়াই হয়ে থাকে সেয়ানে সেয়ানে। এবার উত্তাপ ছড়িয়ে বললেন, ‘অনেক ফাউল হবে, অনেক ফ্রি-কিক হবে, হলুদ কার্ড হবে, গালিগালাজও হবে-এটা আমরা জানি। তবে আমি এটাকে স্বাভাবিক ম্যাচ হিসেবেই নেব। তারপরও জানি, ম্যাচটির গুরুত্বও আলাদা।’ জাতীয় দলের সামনে দীর্ঘ বিরতির আগে এই ম্যাচকে বছরের গুরুত্বপূর্ণ শেষ ধাপ হিসেবে দেখছেন জামাল। তার কথা, ‘এই ম্যাচের পর জাতীয় দলের লম্বা বিরতি। বছরের শেষটা জয়ে শেষ করতে পারলে সেটা আমাদের জন্য, সমর্থকদের জন্য, এমনকি আপনাদের জন্যও বড় ব্যাপার হবে। আমার জন্য ম্যাচটা আবেগের, তবে মাথা ঠান্ডা রাখাও জরুরি।’ হামজাকে নিয়ে জামাল বলেন, ‘হামজা আর আমি দু’জনই বিদেশে জন্মেছি। আমাদের বোঝাপড়া দারুণ। ওর কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দেয়, ফোন দেয়। আর আমার ফুটবল-সংক্রান্ত কিছু জানার থাকলে ওকে জিজ্ঞেস করি। এই বোঝাপড়াটা মাঠের বাইরে থেকেই শুরু।’

বাংলাদেশ-ভারত লড়াই মানে বাড়তি উন্মাদনা-উত্তেজনা। আজ মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ হোম ম্যাচের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের প্রাণভোমরা হামজা চৌধুরী। যিনি ছয় ম্যাচে চার গোল করেছেন। এমন একজন মিডফিল্ডারকে নিয়ে বিশেষ পরিকল্পনার কথাও জানালেন ভারতের কোচ খালিদ জামিল, ‘বাংলাদেশ ভালো দল। কোয়ালিটি খেলোয়াড় রয়েছে অনেক। আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। এটা প্রীতি ম্যাচ নয়, এশিয়ান কাপ বাছাইয়ের খেলা। আমরা ম্যাচটি জিততে চাই।’

বাংলাদেশ-ভারত ম্যাচে সবচেয়ে আলোচিত নাম ছিল সুনীল ছেত্রী। তার অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ অনেক ম্যাচ জিততে পারেনি আবার কখনো হেরেছেও। সুনীল গত বছর অবসর নিয়েছিলেন। এরপর তাকে অবসর থেকে ফিরিয়ে আনেন ভারতের সাবেক কোচ। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সুনীল বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেনও। এবার অ্যাওয়ে ম্যাচে তাকে দলে রাখেননি কোচ জামিল। সুনীলকে নিয়ে প্রশ্ন হলে জামিলের সরাসরি উত্তর, ‘সে অবসর নিয়েছে।’

বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে প্রায় ৫০ ধাপ উপরে ভারত। । সেই ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষবার ভারতকে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নেপালকে নিয়ে বলেন, ‘নেপাল খুব লো ব্লকে খেলেছিল। শুধু আমার না ফুটবলে যখন এমন হয়, তখন সবার জন্যই কঠিন হয়ে যায়।’ পরে ভারত ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি এই ম্যাচে অনেক আবেগ জড়িত। ডার্বির আবহটা সবার জন্যই স্পেশাল। দলের আবেগ কীভাবে নিয়ন্ত্রণ করি, সেটাই আসল। এই ম্যাচের গুরুত্ব আমাদের প্রেরণা দিচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com