বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: আইএলটি২০ নিলামে একাধিক বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়া হয়েছে। যেখানে সাকিব আল হাসান প্রথম রাউন্ডে অবিক্রীত থাকলেও পরবর্তীতে দ্বিতীয় ডাকেই তাকে ৪০ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪৮ লাখ টাকা) কিনে নেয় এমআই এমিরেটস ।
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স। তাকে নেওয়া হয়েছে ৮০ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭ লাখ টাকার বেশি)।
অন্যদের মধ্যে উল্লেখযোগ্য মোস্তাফিজুর রহমান চুক্তি করেছেন দুবাই ক্যাপিটালসের সঙ্গে, যা আইপিএলের দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। বাঁহাতি এই পেসারকে ইংল্যান্ডের লুক উডের পরিবর্তে দলে ভিড়িয়েছে তারা। এর আগেই দুবাই ক্যাপিটালস তার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছিল।
এদিকে অভিজ্ঞ ভারতীয় উইকেটকিপার-ব্যাটার দিনেশ কার্তিক যোগ দিয়েছেন শারজাহ ওয়ারিয়র্সে। তবে নিলামে ১ লাখ ২০ হাজার ডলার ভিত্তিমূল্যে থাকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে কোনো দল নেয়নি, যা অনেকটা বিস্ময়ের জন্ম দিয়েছে।
উল্লেখযোগ্য যে, সাকিব এর আগে গ্লোবাল টি২০ প্রতিযোগিতায় দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন।