শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::
শ্রীনগরে র্যাবের অভিযানে গাঁজা গাছ সহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শ্যামসিদ্ধির মকবুল মেম্বারের বাড়ীর আনুমানিক ৩০০ গজ উত্তর-পূর্বদিকে মনোয়ার হোসেন ওরফে মনা শেখ এর টিনের বসতঘরের উঠানের উত্তর-পূর্বকোনে অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে চাষাবাদের উদ্দেশ্যে গাঁজা গাছ রোপণ করা হয়েছে। এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক সন্ধ্যা ৭টা ৫ মিনিটের সময় নিম্মলিখিত মাদক ব্যবসায়ীকে ৭ টি গাঁজা গাছ সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মনোয়ার হোসেন ওরফে মনা শেখ শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।