শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
রংপুর ব্যুরো:: রংপুরে ছাত্রলীগ-আওয়ামী লীগ-যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
রবিবার (৪ জুলাই) রংপুর সিটি বাজারের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও রংপুর সিটি করপোরশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন চন্দ্র রায়, যুবলীগ কর্মী মাসুম ও খায়রুল।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, এক দফা দাবিতে রংপুরের টাউনহলের সামনে সকাল ১০টা থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল আন্দোলনকারীরা। অন্যদিকে বেলা ১১টা থেকে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে অবস্থান নেয় আওয়ামী লীগসহ দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
পরে দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্র হাতে অতর্কিত হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনজন নিহত হন।
আন্দোলনকারীরা জানান, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অস্ত্র হাতে হামলা চালায়। এ সময় আমাদের কয়েকজন আহত হন। পরে আমাদের পাল্টা ধাওয়ায় তারা পিছু হঠতে বাধ্য হয়।