সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে এই প্রতিপাদ্যে সপ্তমবারের মতো ময়মনসিংহের ভালুকায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভুঞা’র নেতৃত্বে র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ভালুকা-গফরগাঁও সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাচন অফিসের সামনে গিয়ে শেষ হয়।
জানা যায়, রোববার দুপুরে র্যালীর আগে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভুঞা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুবেল মন্ডল, ইসলামিক ফাউন্ডেশন ভালুকা উপজেলার ফিল্ড সুপারভাইজার আ ন ম মাহফুজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ্ প্রমূখ।
নির্বাচন অফিস সূত্র জানা যায়, ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ২ মার্চ থেকে দিনটি পালন করে আসছে সংস্থাটি ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। তবে পরের বছর ২০১৯ সাল থেকে এই ভোটার দিবস উদযাপনের তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়। এ দিবস উদযাপন উপলক্ষে ইতোমধ্যেই নির্বাচন কমিশন সচিবালয় হতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।