সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২০ অপরাহ্ন

তাইওয়ানের তারকা অভিনেত্রী বার্বি সু মারা গেছেন

তাইওয়ানের তারকা অভিনেত্রী বার্বি সু মারা গেছেন

বিনোদন ডেস্ক:: তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী বার্বি সু মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৮ বছর। তাইওয়ানের সংবাদ সংস্থা সিএনএ-কে এসব তথ্য আজ সোমবার নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছোট বোন ডি সু।

জাপানে বেড়াতে গিয়ে মারা গেছেন বার্বি। এ তথ্য উল্লেখ করে ডি সু সংবাদমাধ্যমটিকে বলেন, “আমাদের পুরো পরিবার জাপান ভ্রমণে গিয়েছিলাম। আমার প্রিয় এবং দয়াশীল বোন বার্বি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।”

‘মিডিয়া গার্ডেন’খ্যাত বার্বির বোন হতে পেরে গর্বিত ডি সু। তার ভাষায়, “এক জীবনে তার বোন হতে পেরে, তার সঙ্গে সময় কাটাতে পেরে, পরস্পরের যত্ন নিতে পেরে আমি কৃতজ্ঞ। আমি সবসময়েই তার অভাব বোধ করব।”

বার্বি ঠিক কবে মারা গেছেন এ তথ্য সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। জানা যায়, ২ ফেব্রুয়ারি মারা গেছেন এই অভিনেত্রী।

২০১১ সালে চীনা ব্যবসায়ী ওয়াং শাওফে-কে বিয়ে করেন বার্বি। এ সংসারে একটি কন্যা (১০) ও একটি পুত্রসন্তান (৮) রয়েছে। ২০২১ সালে ভেঙে যায় এই সংসার। ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার গায়ক এবং ডিজে কু জন-ইয়াপের সঙ্গে ঘর বাঁধেন বার্বি। কিন্তু নিয়তির কাছে হেরে গিয়ে পরপারে পাড়ি জমালেন বার্বি।

১৯৭৬ সালের ৬ অক্টোবর তাইওয়ানে জন্মগ্রহণ করেন বার্বি। ১৯৯৪ সালে ছোট বোন ডি-এর সঙ্গে ‘এস. ও. এস.’ নামে ব্যান্ডের যাত্রা শুরু করেন তিনি। পরে কপিরাইট সমস্যার কারণে নাম পরিবর্তন করে রাখেন ‘এ. ও. এস.’ (অল সিস্টার্স অব সু)। ‘টেন মিনিটস অব লাভ’ গান দিয়ে গায়িকা হিসেবে সফলতা লাভ করেন তারা। ২০০১ সালে তাদের অষ্টম অর্থাৎ সবশেষ অ্যালবাম ‘পারভার্টেড গার্লস’ প্রকাশিত হয়।

১৯৯৫ সালে টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন বার্বি সু। ১৯৯৮ সালে টিভি ধারাবাহিকে অভিনয় করেন। ২০০১ সালে তাইওয়ানিজ টিভি নাটক ‘মিডিয়া গার্ডেন’-এ প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে খ্যাতি কুড়ান। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজ হলো— ‘মিডিয়া গার্ডেন’, ‘কর্নার উইথ লাভ’, ‘মার্স’ প্রভৃতি।

২০০৫ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে বার্বির। অভিনয় ক্যারিয়ারে ১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘সিল্ক’, ‘কানেক্টেড’ প্রভৃতি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com