শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: কানপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে। আর তাই আগের দিনের নষ্ট হওয়া সময় পুষিয়ে নিতে কানপুরের গ্রিন পার্কে দ্বিতীয় দিনের খেলার সময় আধঘণ্টা এগিয়ে আনা হয়েছিল। তবে দ্বিতীয় দিনের পরিস্থিতি আরও ভয়াবহ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। আজ মাঠে খেলা হবে কিনা সেটা নিয়েও আছে সংশয়।
সকাল থেকেই কানপুরের আকাশে বৃষ্টি। পুরো মাঠই ঢেকে রাখা হয়েছে কাভারে। খেলা শুরু হওয়ার সময় কিংবা মাঠ পর্যবেক্ষণের অবস্থাও এখন নেই সেখানে। এই মুহূর্তেও কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় হালকা বৃষ্টি রয়েছে। পুরো মাঠ কাভার দিয়ে ঢাকা। দুই দলই মাঠে পৌঁছালেও গা গরম করার সুযোগ নেই কারো। ডাগআউটে বসে আলাপচারিতায় সময় কাটাচ্ছেন তারা।
বাংলাদেশি ধারাভাষ্যকার আতাহার আলী খান অবশ্য আছেন মাঠে। তিনি স্টেডিয়ামের ছবি দিয়ে রেখেছেন টুইটারে।
পূর্বাভাস বলছে, সারাদিন ধরেই চলতে পারে এই বৃষ্টি। বিকেলের দিকে রয়েছে ঝড়ের সম্ভাবনাও। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হতে পারে আলোকস্বল্পতাও। অন্যদিকে, মাঠের ড্রেনেজ সিস্টেমও খুব একটা ভালো নয়। তাই খেলা মাঠে গড়ানোর বিষয়ে খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ নেই।
রবিবার ও কানপুরের আয়োজকরা নিশ্চিত থাকতে পারবেন না। তবে সেদিন পরিস্থিতি তুলনামূলক উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে। সেদিন আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তৃতীয় দিন বিকেলের পর থেকে উন্নতি হবে আবহাওয়ার। সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ ম্যাচের শেষ দুইদিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই কানপুরে। শেষ দু’দিন পুরো খেলা হবে বলে আশা করা হচ্ছে।
কানপুর টেস্টের প্রথম দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতেই দুই উইকেটে হারিয়ে বসে বাংলাদেশ। এরপরেই জুটি গড়ে এরপরেই জুটি গড়ে দলকে টেসে তোলার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তবে লাঞ্চ বিরতির পর শান্ত ফিরে গেলে ভেঙে যায় এই জুটি।
শান্তর বিদায়ের পর মুশফিককে নিয়ে জুটি গড়েন মুমিনুল। এই জুটিতে ভর করে ৩৪ ওভারে দলীয় ১০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। কিন্তু এরপর ৩৫ ওভারে ১০৭ রান সংগ্রহ করার পর আলো স্বল্পতার কারণে খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আলোর স্বল্পতায় খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টিও। কিন্তু বৃষ্টি না থামায় এবং চারপাশ বেশ অন্ধকার হয়ে আসায় প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা।