রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
আজ সোমবার (২৭ জুলাই) সকাল ১১ টায় গুড নেইবারস্ বাংলাদেশ এর সহযোগিতায় বোচাগঞ্জ সিডিপির অফিস কার্যালয়ে ৯৩০টি কর্মহীন পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ, ঈদ উপহার ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার রতন বালার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয় মোঃ শরিফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, উপজেলা উপজেলা প্রকল্প বাসস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলস প্রমুখ।
কোভিড-১৯ এর মোকাবেলায় প্রত্যেক পরিবারকে ১কেজি পোলাও চাল, ৫০০গ্রাম সেমাই, ২০০ গ্রাম গুড়া দুধ এবং ৯৩০ জন সুবিধাভোগীর প্রয়োজন যাচাই করে ৬০০টি পরিবারকে ১টি শাড়ী, ১টি লুঙ্গি, ১টি টি-শার্ট, ১প্যাকেট মেহেদী, ১টি হেয়ার ব্যান্ড ও ৩৩০টি পরিবারকে ৬কেজি চাল, ১কেজি মুসুর ডাল, ১লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১কেজি আলু ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ১বাক্স জিংক ট্যাবলেট এবং ২টি ১৫০ গ্রাম ওজনের লাইফবয় সাবান দেয়া হয়েছে।
বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা কোরোনা ভাইরাসের দুর্যোগকালীন মুহূর্তে কিভাবে নিজেকে, পরিবারকে, সমাজকে রক্ষা করা যায় সে বিষয়ে উপস্থিত সকলকে অবগত করেন।