বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

২ ছেলের হাতেই খুন হলো বাবা

সিলেট প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে দুই ছেলের হাতে খুন হয়েছেন বাবা তোতা মিয়া। শুক্রবার (২ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে এ ঘটনা ঘটে। নিহত তোতা মিয়ার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, পরগণা বাজারে দাঁড়িয়ে ছিলেন তোতা মিয়া। হঠাৎ দুই ছেলে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে। তার মাথায়ও ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়জুল করিম বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি সম্পত্তির জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com