বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

২০ বছর কোমায় থাকা সৌদি যুবরাজের মৃত্যু

২০ বছর কোমায় থাকা সৌদি যুবরাজের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ মারা গেছেন। একটি গাড়ি দুর্ঘটনার পর প্রায় ২০ বছর ধরে কোমায় ছিলেন তিনি।

১৯৯০ সালের এপ্রিলে জন্মগ্রহণকারী প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজ পরিবারের একজন বিশিষ্ট সদস্য এবং ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের ছেলে।

শনিবার (১৯ জুলাই) দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নরত অবস্থায় ২০০৫ সালে তিনি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। এর ফলে তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। জরুরি চিকিৎসা সেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টার পরেও তার জ্ঞান ফেরেনি।

২০ বছরেরও বেশি সময় ধরে যুবরাজ আল ওয়ালিদ মূলত প্রতিক্রিয়াহীন অবস্থায় কোমায় ছিলেন, যদিও মাঝে মাঝে তার অনিচ্ছাকৃত নড়াচড়া আশার আলো জাগিয়ে তুলেছিল। ঐশ্বরিকভাবে তিনি সুস্থ হয়ে উঠবেন এই বিশ্বাসে দীর্ঘদিন অপেক্ষা করেছেন তার বাবা যুবরাজ খালেদ। তার ছেলের লাইফ সাপোর্ট খুলে ফেলার পরামর্শ দেয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।

তার পরিবারের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, যুবরাজ আল ওয়ালিদ কুরআন তেলাওয়াত শোনার পর সামান্য সাড়া দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com