রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

২দিনের সফরে দিনাজপুরে আসছেন নৌ প্রতিমন্ত্রী

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আগামীকাল শুক্রবার ২দিনের সফরে দিনাজপুরে আসছেন। তিনি ২দিন ব্যাপী তার নির্বাচনী এলাকা বিরল-বোচাগঞ্জে বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের উদ্বোধন করবেন।

তার সফর সূূচী অনুযায়ী জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হয়ে দিনাজপুরের উদ্দ্যেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টা ৩০ মিনিটে দিনাজপুরের প্রবীণ নাগরিক সদ্য প্রয়াত অমলেন্দু ভৌমিকের পরিবারের সাথে নিমনগর বালবাড়ীতে সৌজন্য সাক্ষাত করবেন। বেলা ১১টা ৩০ মিনিটে বোচাগঞ্জ উপজেলা পরিষদ পুকুওে পোনা মাছ অবমুক্ত করবেন। বেলা ১২ টায় নিজ বাসভবনে উপস্থিত হয়ে পবিত্র জুম্মার নামাজ আদায় করবেন। বেলা ৩টায় মতিজাপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ঊক্তব্য রাখবেন। তিনি সেখান থেকে একযোগে ইশানিয়া বকুলতলা নিরাপদ প্রসূতি কেন্দ্র, বাতাসন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, সনকাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন,ফুটকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন,ভান্ডার খন্ড উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনসহ সেতাবগঞ্জ পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করবেন।

এর পর নিজ বাড়ীতে রাত্রী যাপন শেষে শনিবার সকাল ১০ টায় বিরল উপজেলার পুলহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, দেওয়ানজীদিঘী দাখিল মার্দ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থও স্থাপন, বিরল প্রেসক্লাবের শুভ উদ্বোধন, বিরল উপজেলা পরিষদ কমপ্লেক্স বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধনসহ ৬নং-ভান্ডারা ইউনিয়ন তহসিল অফিসের ভিত্তি প্রস্থতর স্থাপন এবং বালান্দোর উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। সন্ধ্যা ৬টায় বোচাগঞ্জের নিজ বাড়ী হতে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দ্যেশে যাত্রা কওে রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন আওয়ামীলীগের এইু সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com