সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

১৩ বছর পর ফের বিয়ে করলেন সানি

১৩ বছর পর ফের বিয়ে করলেন সানি

বিনোদন ডেস্ক:: দাম্পত্য জীবনের ১৩ বছর পর আবারও বিয়ে করলেন অভিনেত্রী সানি লিওন। পাত্র সেই একই ড্যানিয়েল ওয়েবার। গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানি লিওন। বিবাহের ১৩ বছর অতিবাহিত হওয়ার পর গত ৩১ অক্টোবর মালদ্বীপের সমুদ্রে সৈকতে বসেছিল তাদের বিয়ের আসর। প্রায়ই মালদ্বীপে সপরিবারে বেড়াতে যান সানি ও ড্যানিয়েল। তাই এই দ্বীপেই নতুন করে সিদ্ধান্ত নিলেন বিয়ের।

এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি শেয়ার করেন সানি৷ নীল সমুদ্রের পাড়ে সাদা রঙের গাউনে পরী লাগছিল সানিকে। ড্যানিয়েল ও বাচ্চাদের পরনেও ছিল সাদা রঙের পোশাক। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘প্রথমবার আমরা বিয়ে করেছিলাম ভগবান, পরিবার ও বন্ধুদের সাক্ষী রেখে। এবার আমরা বিয়ে করলাম যেখানে শুধুমাত্র আমরা পাঁচজন। তুমি আজও আমার জীবনের ভালোবাসা৷ আর সারাজীবন আমারই থাকবে।’

সানি-ড্যানিয়েলের মতে, যখন প্রথমবার বিয়ে হয় তখন জীবনে আসা নানা বাধা-বিপত্তি বোঝা যায় না। স্বামী-স্ত্রী হিসাবে সেই চ্যালেঞ্জ অতিক্রম করার পর বন্ধন আরও শক্ত হয়। বিয়ের ডেস্টিনেশন মালদ্বীপ বাছার কারণ, এই জায়গা দুজনেরই পছন্দের। খ্রীস্টান মতে বিয়েতে যে শপথ নিতে হয়, তা সানি-ড্যানিয়েল দু’জনে মিলে লিখেছেন আর তা পাঠ করেছে তাদের সন্তানরা।

সাদা ও গোলাপি থিমে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। আয়োজন ছিল একেবারেই ছিমছাম ও পারিবারিক। বিশেষ দিনটি শুধু স্বামী ও তিন সন্তান নোয়া, আশহের ও নিশার সঙ্গে কাটিয়েছেন সানি। এদিন পরিবারের সবাই পরেছিলেন সাদা পোশাক। ডিপনেক ওয়েডিং গাউনে নজর কেড়েছেন সানি।

প্রসঙ্গত, অনেকদিন ধরেই তারা খ্রিস্টান মতে বিয়ের পরিকল্পনা করছিলেন। তাদের চাওয়া ছিল, এ আয়োজনে যেন সন্তানরাও থাকতে পারে। তাই অপেক্ষা করছিলেন। অবশেষে সন্তানদের স্কুল ছুটিতে নতুন করে বিয়ের স্বপ্ন পূরণ করলেন তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com