সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপ কলে ভিডিও শেয়ার সুবিধা চালু হতে যাচ্ছে

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ অ্যাপের কলে ভিডিও এবং অডিও শেয়ার করার সুবিধা চালুর জন্য কাজ করছে। সুবিধাটি শুধু ভিডিও কলের সময় ব্যবহার করা যাবে। অডিও কলের ক্ষেত্রে সুবিধাটি প্রযোজ্য হবে না।

ডব্লিউ আ বেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে আইওএস অপারেটিং সিস্টেমের জন্য সুবিধাটি পরীক্ষামূলক পরখ করা শুরু করে হোয়াটসঅ্যাপ। এখন অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও সুবিধাটি পরখ করা হচ্ছে। ভিডিও কলের স্ক্রিন শেয়ার সুবিধা কাজে লাগিয়ে ভিডিও এবং অডিও শেয়ার করা যাবে। ফলে একটি যন্ত্রে গান বা ভিডিও চালু করে কলে অংশগ্রহণকারী সবাই তা একসঙ্গে দেখা বা শোনার সুযোগ পাবেন। তবে কলে ভিডিও বন্ধ করে রাখলে সুবিধাটি ব্যবহার করা যাবে না।

অ্যানড্রয়েড ২.২৩.২৬.১৮ সংস্করণের হোয়াটসঅ্যাপ বেটা ব্যবহারকারীরা সুবিধাটি পরখ করার সুযোগ পাচ্ছেন। পরে অন্য ব্যবহারকারীদের জন্যও সুবিধাটি চালু করা হবে।

হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাওয়া সুবিধাটি অ্যাপলের শেয়ার প্লের মতো। অ্যাপলের এ সুবিধা ২০২১ সালে চালু হয়। অ্যাপলের ফেসটাইম কলে শেয়ার প্লে সুবিধার মাধ্যমে একসঙ্গে ভিডিও দেখা যায়, গান শোনা যায়। এমনকি গেমও খেলা যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com