সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস |ইন্টারনেট

একুশের কণ্ঠ অনলাইন:: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ছয় হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি প্রকল্প অনুমোদিত হয়েছে।

রোববার (১৭ আগস্ট) পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ দুই হাজার ৪২৮ কোটি চার লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।

প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প পাঁচটি, সংশোধিত প্রকল্প দু’টি এবং ব্যয়-বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির তিনটি প্রকল্প রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com