শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

হাসপাতালের লিফটে ৪৫ মিনিট আটকে থেকে রোগীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে ৪৫ মিনিট আটকে থেকে এক নারী রোগীর মৃত্যু হয়েছে।

রবিবার (১২ মে) সকাল ১০টার দিকে হাসপাতালের ৩ নম্বর লিফটে এ ঘটনা ঘটে। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা লিফটে আটকে পড়া রোগীর মরদেহসহ অন্যদের উদ্ধার করেন।

এ ঘটনায় নিহতের স্বজনরা লিফট অপারেটরদের দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন।

মৃত মমতাজ বেগম (৫০) গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাড়িগাঁও গ্রামের শারফুদ্দিন বিএসসির স্ত্রী।

মৃতের ভাগনে খন্দকার শাহাদত হোসেন সেলিম বলেন, সকাল সাড়ে ৬টায় শ্বাসকষ্ট ও হৃদরোগ নিয়ে হাসপাতালের ১১ তলার মেডিসিন বিভাগে ভর্তি করা হয় মমতাজ বেগমকে। পরে তাকে চিকিৎসকরা একই ভবনের চতুর্থ তলায় থাকা কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করেন। স্বজনরা তাকে দ্রুত হৃদরোগ বিভাগে নেওয়ার জন্য ট্রলিতে উঠিয়ে লিফটে তোলা হয়। কিন্তু লিফটি হাসপাতালের নবম ও দশম তলার মাঝামাঝি থাকা অবস্থায় হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে যায়। তখন লিফটে থাকা অপারেটরদের মোবাইল নম্বরে বার বার ফোন করলেও তারা কোনো কর্ণপাত করেনি। একপর্যায়ে আটকে থাকার ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মী ও লিফট অপারেটররা দরজা কিছুটা ফাঁকা করে কয়েকজনকে বের করে আনেন। কিন্তু ততক্ষণে লিফটের ভেতরেই মমতাজ বেগমের মৃত্যু হয়।

লিফটে আটকে পড়ে রোগীর মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করে হাসপাতালের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার তদন্তে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. রুবিনা ইয়াসমিনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com