বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

হারুন হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

হারুন হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহারে বিএনপি নেতা ও স্কুল শিক্ষক হারুনুর-রশিদ ওরফে হারুন মাষ্টার হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে নিহতের নিজ প্রতিষ্ঠান বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের জয়নালের মোড়ে মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহন করেন। হারুন মাষ্টার ওই স্কুলে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে শিক্ষকতা করেছেন। চলতি মাসের ২০ তারিখে তাঁর অবসরে যাওয়ার কথা ছিলো। তার আগে গত ২ জুলাই বুধবার সকালে নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শিক্ষক হারুনুরকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ সহস্রাধিক জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এসময় বক্তারা বলেন, জনপ্রিয় শিক্ষক ও এ অঞ্চলের প্রতিবাদী মানুষ হারুন মাষ্টারকে হত্যার মধ্য দিয়ে খুনিরা নয়াবাড়ী ইউনিয়নকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। প্রশাসনকে লোক দেখানো অভিযান বাদ দিয়ে দ্রুত প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে হত্যার মূল ঘটনা উদঘাটন করতে হবে। না হলে এ অঞ্চলের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে ঝাপিয়ে পড়বে বলে হুশিয়ারি করেন।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মান্নান বলেন, দোহারের একটি প্রভাবশালী মহল তাঁদের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে হারুন মাষ্টারকে খুন করেছে। ৫ আগষ্টের পর কিছু লোকের লুটপাটে বাধা দেয়ার জের ধরেই তাঁকে হত্যা করা হয়।

হারুন হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

হারুন মাষ্টারের মেয়ে সাবিহা আক্তার বলেন, বাবাকে যারা খুন করেছে তাঁদের ফাঁসি চাই। আপনারা আমার বাবার হত্যাকারীদের গ্রেপ্তারে সবাই সাহায্য করুন। একজন শিক্ষককে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমার বাবা পদ্মার বালু লুটসহ অন্যায় কাজে প্রতিবাদ করাতে একটি গ্রুপ তার উপর নাখোশ ছিলো।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, জেষ্ঠ্য শিক্ষক লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, সাবেক শিক্ষক আব্দুল ওয়াহাব মিয়া, প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মান্নান, আল-মামুন লাভলু মোল্লা, ডা. ইলামদ্দিন, নজরুল ইসলাম লিটন, অভিভাবক প্রতিনিধি শফিকুল ইসলাম ভূইয়া, তোতা মোল্লা, মশিউর রহমান রিপন, লাভলু দেওয়ান, সেলিম রেজা, গৌতম সরকার, সাইদুর রহমান শিপু, মনির মোল্লা, মজনু মিয়া, ওয়াসিম মোল্লা, ফিরোজ আলী প্রমুখ।

উল্লেখ্য হারুন হত্যার ঘটনায় এজাহার নামীয় ফারুক হোসেনকে গ্রেপ্তার করছে পুলিশ। তাঁকে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, হারুনুর রশিদ মাষ্টার হত্যার ঘটনায় পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গ্রেপ্তার হওয়া একজনকে রিমান্ড দিয়েছে আদালত। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com