শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

হামিদ স্পোর্টস একাডেমির শরীরগঠন নিয়ে ভিন্ন উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় চ্যাম্পিয়নশিপ মঞ্চে পুরস্কারে লাথি দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছিলেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। ওই ঘটনার পর বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে নতুন অ্যাডহক কমিটিও গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। গত এক বছর সেই কমিটিও কোন টুর্নামেন্টের আয়োজন করতে পারেনি। ফলে শরীরগঠন প্রতিযোগিতা নিয়ে এগিয়ে এলো হামিদ স্পোর্টস একাডেমি।

আগামী ১০ ফেব্রুয়ারি শনিবার ‘মিস্টার কেরানীগঞ্জ’ নামে ব্যতিক্রম একটি উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতার আয়োজন করছে তারা। প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের ১২০ জন জাতীয় পর্যায়ের বডিবিল্ডার। যার মধ্যে কেরানীগঞ্জের ৪০ জন বডিবিল্ডার রয়েছেন। উন্মুক্ত মেনস ফিজিক, উন্মুক্ত বডিবিল্ডিং ৬৫ কেজি, ৭৫ কেজি ও উর্ধ্ব-৭৫ কেজিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। প্রাইজমানি আট লাখ ৪০ হাজার টাকা। মিস্টার কেরাণীগঞ্জকে দেওয়া হবে ট্রফির পাশাপাশি এক লাখ টাকার অর্থ পুরস্কার।  বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হামিদ স্পোর্টস একাডেমি।
প্রতিযোগিতার উদ্বোধনও করবেন তিনি।

বুধবার ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান সমন্বয়ক সাবেক বডিবিল্ডার রুসলান হোসেন, হামিদ স্পোর্টস একাডেমির পরিচালক সারওয়ার হোসেন, একাডেমির পরিচালক (ক্রীড়া) তারিকুজ্জামান নান্নু।

কেরাণীগঞ্জে বিভিন্ন সময়ে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে এই ভেন্যুতে ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবলসহ বিভিন্ন খেলার আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এবার শরীরগঠনের আয়োজন করেছে এই একাডেমি। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছে শাহ সিমেন্ট, টিকে গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ ও এসকিউ গ্রুপ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com