সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনের সামনে হাটু পানি জমে গেছে। গতকাল সদর উপজেলার নতুন কোর্ট এলাকায় অবস্থিত জেলা পরিষদ ভবনের সামনে এ দৃশ্য চোখে পরে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, জেলার অবকাঠামোগত উন্নয়নে যে সরকারি প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ন ভূমিকা রেখে আসছে সেই প্রতিষ্ঠানের সামনে হাটু পানি জমে গেছে। সামান্য বৃষ্টি হলেই হাটুর জল পানি জমে যায় সেখানে। কর্মকর্তা-কর্মচারিদের প্যান্ট খাচিয়ে অফিসে প্রবেশ করতে হয়। পাশাপাশি সেবা নিতে আসা সাধারন মানুষকে পরতে হচ্ছে ভোগান্তিতে। পানির সাথে সাথে কচুরিপানাও উড়ে এসে জুড়ে বসেছে। এতে পরিবেশ আরও বেশি বিনষ্ট হচ্ছে। পানি ও কচুরিপানাকে উপেক্ষা করে জেলা পরিষদের চেয়ারম্যান, কর্মকর্তা, কর্মচারি ও সাধারন মানুষ একান্ত বাধ্য হয়ে এখানে আসছে।
কর্তৃপক্ষের দাবী, পানি না সরার কারনেই এ অবস্থা। শীগ্রই পানি সরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।