বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি::
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে বিশেষ অভিযানে ১৭ কেজি গাজাসহ ৩ জন ও একটি সিলভার কালারের প্রাইভেটকার আটক করা হয়েছে।
শনিবার বিকাল সাড়ে তিন টার সময় হাটিকুমরুল গোল চত্তরের সামনে কুড়িগ্রাম হতে ঢাকাগামী একটি সিলভার কালারের প্রাইভেটকার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-খ-১১-৯৪৫৬ এর পিছনের সিটে বিশেষ কায়দায় থাকা তিনটি লাল রং এর পলিথিন মোড়ানো তিনটি প্যাকেটে সর্বমোট ১৭ কেজি গাজা সহ তাদেরকে আটক করা হয়। যার বাজার মুল্য আনুমানিক ১ লক্ষ ৩৬ হাজার টাকা বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওছি আব্দুল কাদের জিলানি
আটককৃতরা হলেন- আলমগীর হোসেন (৩০), গোলাম রব্বানী (২৬) ও রফিকুল ইসলাম (২৯)। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব আইনে মামলা প্রক্রিয়াধীন।