শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা ॥
চট্টগ্রামের হাটহাজারী থানাধীন এনায়েতপুর বাইতুশ শরফ আদর্শ দাখিল মাদ্রাসার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। গত ২১ আগস্ট প্রকাশিত প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ শোয়াইব চৌধুরীকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ ধারার আলোকে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন—
ফরিদুল আলম (সুপার) : সদস্য সচিব
আব্দুল ছবুর তালুকদার : সাধারণ শিক্ষক সদস্য
মোঃ শফি : অভিভাবক সদস্য
সভাপতি মনোনীত হওয়ার পর অধ্যাপক শোয়াইব চৌধুরী বলেন, “এটি আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে আমি সবার সহযোগিতা কামনা করি। সর্বোপরি, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই সফল করা সম্ভব নয়।”
এদিকে হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামী এক বিবৃতিতে তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছে,
“অধ্যাপক শোয়াইব চৌধুরী একজন যোগ্য ও সৎ ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে বাইতুশ শরফ মাদ্রাসা শিক্ষাক্ষেত্রে আরও অগ্রগতি অর্জন করবে বলে আমরা বিশ্বাস করি।”
শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীরাও নতুন এডহক কমিটিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, সভাপতির নেতৃত্বে মাদ্রাসার শিক্ষা পরিবেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে।