বুধবার, ৩০ Jul ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ জন মারা গেছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (৭ জানুয়ারী) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর মেটাডর কোম্পানির কারখানার সামনে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর ক্কারী বাড়ির নুরুল ইসলামের ছেলে রাজু আহমেদ মালয়েশিয়া থেকে বাড়ি ফিরছিলেন। তাকে আনতে পরিবারের সদস্যরা ঢাকায় যান।
শনিবার রাতে প্রবাসী রাজু আহমেদ (২৮) পরিবারের সদস্যদের নিয়ে একটি নোহা মাইক্রোবাস যোগে বাড়ি ফিরছিলেন।
হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক জানান, মাধবপুর মেটাডর কোম্পানির কারখানার সামনে মাইক্রোবাসটি পৌঁছার পর পাথর ও বালুবাহী অপর দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের ফয়জুল হক জানান দুর্ঘটনায় তাদের গ্রামের নুরুল ইসলামের ছেলে শিহাব (১৫), মেয়ে সাদিয়া (২৫), তার স্বামী কমলগঞ্জ উপজেলার সালাম (৩০), সাদিয়ার মেয়ে হাবিবা (৩), মারা যান।
তিনি আরও জানান, তাদের বহনকারী মাইক্রোবাসের চালকও মারা গেছেন। তবে প্রবাসী রাজু আহমেদ ও তার পিতা নুরুল ইসলাম সিলেটে চিকিৎসাধীন রয়েছেন।
মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার বাড়িতে চলছে শোকের মাতম।