শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

হকির দলবদল অক্টোবরে, বাংলাদেশে যোগান দেবে কে?

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ ৩বছর ধরে মাঠে গড়ায় না প্রথম বিভাগ হকি লিগ। কিছুদিন আগে বাংলাদেশ হকি ফেডারেশন লিগ শুরুর উদ্যোগ নিলেও অর্থ সঙ্কট দেখিয়ে ক্লাবগুলো সহায়তা চেয়েছিল। কিন্তু ১২ ক্লাবকে কোত্থেকে টাকা দেবে ফেডারেশন?

তবে লিগের একটা অগ্রগতি হয়েছে। বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা দলবদল ও লিগ শুরুর একটা প্রাথমিক সময় ঠিক করতে পেরেছেন। রবিবার প্রথম বিভাগ হকি লিগ কমিটি সভা করে অক্টোবরের প্রথম সপ্তাহে দলবদল ও শেষ সপ্তাহে লিগ শুরুর একটা সিদ্ধান্ত নিয়েছে। সভায় উপস্থিত ক্লাব প্রতিনিধিরা লিগ শুরুর তারিখে একমত হলেও ফেডারেশনের কাছে অর্থ পাওয়ার দাবি ঠিকই করেছে।

করোনা পরবর্তী সময়ে সর্বশেষ যে প্রিমিয়ার হকি লিগ আয়োজন করেছিল, সেই টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন টাকা আসবে কোত্থেকে?

বাংলাদেশ হকি ফেডারেশনে সহসভাপতি ও কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘ক্লাবগুলোর সিদ্ধান্ত অনুযায়ী আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দলবদলের সময় নির্ধারণ করা হয়েছে। লিগ সামনে রেখে বাইলজ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি বাইলজের খসড়া তৈরি করে ক্লাবগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত করবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com