শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় নেতৃবৃন্দ ফিতা কেটে এ অফিস উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি আনিছুর রহমান বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর জামায়াতে ইসলামী এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুবকর সিদ্দিকী, পৌর ওলামার সেক্রেটারি মোস্তফা কামাল সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী দেশের উন্নয়ন, ইসলাম প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে সর্বদা কাজ করে আসছে। নতুন এই অফিস এলাকায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।