বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

স্বাধীনতা বিরোধী বিএনপি, জামায়াত ও জঙ্গিবাদ সব মিলেমিশে একাকার হয়ে গেছে: গাজী এমপি

নিজাম উদ্দিন আহমেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি॥

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘স্বাধীনতা বিরোধী বিএনপি, জামায়াত ও জঙ্গিবাদ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়াই করে যাচ্ছেন। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরো বলেন, ‘স্বাধীনতা বিরোধী চক্র জানে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় না এলে এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হত না। তাই তারা শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে। তাদের সেই ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। স্বাধীনতা পরবর্তী ’৭৫-এ রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত করা হয়। সামরিক শাসন কায়েম করে মুক্তিযুদ্ধের চেতনার উল্টোপথে যাত্রা শুরু হয়। ধর্ম নিরপেক্ষতা ও গণতন্ত্র ভুলন্ঠিত হয়। প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হলে বাংলাদেশের মাটি থেকে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী ও জঙ্গিবাদি শক্তিকে উৎখাত করতে হবে। যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম রসুল কলির সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল জনসভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, যুগ্নসম্পাদক ডাঃ কৃষ্ণ দয়াল দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য এমায়েত হোসেন, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান আকন্দ, আজমত আলী, রেজাউল করিম মাঞ্জুর, হাবিবুর রহমান হাবিব, সালাউদ্দিন ভুঁইয়া ও আব্দুল মান্নান মুন্সি, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক নাঈম ভুঁইয়া, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, যুবলীগ নেতা ও ইউপি সদস্য মোশারফ হোসেন ভুইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকন, উপজেলা যুবমহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন-মুড়াপাড়া আঞ্চলিক শাখার সভাপতি বেলায়েত হোসেন, সাধারন সম্পাদক আবু জাবের বাবুল, উপজেলা মহিলালীগের যুগ্নসম্পাদক মিনারা বেগম, কাঞ্চন পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান লিটু, সাধারন সম্পাদক আব্দুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহেদ আলী, ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক বাবুল ভুঁইয়া, ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারন সম্পাদক হাসান আশকারী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com