বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

সৌদিতে দুর্ঘটনায় নিহত প্রবাসীর স্ত্রী পেলেন ২৫ লাখ টাকা

সিলেট প্রতিনিধিঃ সৌদি আরবে লিফট দুর্ঘটনায় নিহত সিলেটের গোয়াইনঘাটের প্রবাসী শাহীন আহমদের স্ত্রী লাকী বেগমের হাতে ক্ষতিপূরণের ২৫ লাখ টাকার চেক তুলে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

রোববার (২০ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে চেক হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা মারা গেলে মরদেহ দেশে আনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সরকার। বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের সময় সেটি পরিবহন ও দাফনের খরচ হিসেবে দেওয়া হয় সরকারি অনুদান। এছাড়া মৃত প্রবাসী কর্মীর পরিবারের জন্য আর্থিক অনুদান আর মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও করে থাকে।

গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের আশ্রব খাঁর ছেলে শাহীন আহমদ প্রায় তিন বছর আগে নির্মাণ শ্রমিক হিসেবে সৌদি আরবে যান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লিফট দুর্ঘটনায় শিকার হয়ে মারা যান শাহীন।

নিহত প্রবাসী কর্মী শাহীন আহমদের পরিবারের আর্থিক অবস্থার কথা জানতে পেরে মন্ত্রী সৌদির নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে মোট ২২ লাখ টাকার ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করেন।

অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্বে সিলেটের জেলা প্রশাসক এম, কাজী এমদাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com