শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ২০২২-২৩ অর্থবছরের তেলজাতীয় ফসল বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে সেরা তেল উৎপাদনকারী কৃষক ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩ জন পুরস্কার পেয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৬ মে) ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপ-পরিচালক সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম খোরশেদুজ্জামান, বীজ প্রত্যয়ন কর্মকর্তা আনিসুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) আলমগীর কবির, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শাহিনা বেগম।
উল্লেখ্য, সেরা তেল উৎপাদনকারী কৃষক রাণীশংকৈল উপজেলার মানিক রানা, নফির আলী, মোতাহার হোসেন।