শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

সেতাবগঞ্জ প্রতিবন্ধী স্কুলে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

মোঃ শামসুল আলম (বোচাগঞ্জ) দিনাজপুর প্রতিনিধি॥ আজ বৃহস্পতিবার (১৬ আগষ্ট) সকালে দিনাপুরের সেতাবগঞ্জ অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে অভিভাবক ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে আলোচনা সভা করা হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউপি চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ।

এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ঠ্য নাট্যকার আওয়ামীলীগ নেতা মোঃ শামীম আজাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শাহাজাহান খোকন। এসময় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিথিদের বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক কবিতা আবৃত্তি করে শোনান। এছাড়াও সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনি তুলে ধরে বিশদ আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com