রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি:: সিলেট-তামাবিল সড়কে বাস-ইজিবাইকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আরও দুজন আহত হয়েছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।
শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দরবস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে একটি বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ইজিবাইকে থাকা চালকসহ সাত যাত্রীর মধ্যে পাঁচজন মারা যান। গুরুতর আহত হন আরও দুজন।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫)।